দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ২০২৫ ইং তারিখে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প সহযোগিতায় নির্বাচিত ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্তি করেন প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাহিয়ান নুরেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসানুল আলম।
আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মহসিন- উল -হাসান, উপজেলা নির্বাচন অফিসার মো. নুরুজ্জামান হোসেন।
উপজেলার ০৮ টি ইউপির সকল মেম্বারদের কে নিয়ে মোট ০৪ টি ব্যাচে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

