চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইছামতী নদী থেকে আবু ছৈয়দ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাদ্য গুদামের পশ্চিম পাশের ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, আবু ছৈয়দ হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের আব্দুর রাজ্জাক চৌকিদারের বাড়ির বাসিন্দা। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শী মিনু আক্তার (৬০) জানান, সকালে গরু চরাতে গিয়ে খালে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, আবু ছৈয়দ ৯ দিন আগে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিখোঁজের ৯ দিন পর ইছামতী নদী থেকে মরদেহ উদ্ধার
🕙 প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৬:৪৮ পূর্বাহ্ণ

