বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানিকগঞ্জের সাটুরিয়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে শহীদ স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন করা হয়। প্রথমে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন উপজেলা পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে বিভিন্ন দপ্তর, সাংবাদিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া সহকারী কমিষনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়ার অফিসার ইনচার্জ নজরুল ইসলামসহ আরও অনেকেই।
এর পর সকাল ৮ টার দিকে সাটুরিয়ায় অবস্থিত গণ কবরে বিশেষ দোয়া করা হয়।সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোবার স্কাউট দল, পুলিশ, ফায়া সার্ভিস ও আনসার ভিডিপি দল সালাম ও কুচকাওয়াজে ডিসপ্লে প্রদর্শন করেন।
এসব সংস্থা ও প্রতিষ্ঠানদের পুরুস্কার বিতরণ শেষে মুক্তিযোদ্বা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকালে সাটুরিয়া প্রেসক্লাবের সাথে সাটুরিয়া উপজেলা প্রশাসনের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

