বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবস উদযাপনে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা 

🕙 প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫ । ৭:১৫ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবসে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে বিজয় র‍্যালি করা করা হয়, অত:পর দোয়া-মোনাজাত শেষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব আফরোজা খানম রিতা।
এসময় তিনি বলেন – ‘মহান বিজয় দিবসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের কারণেই আজ আমরা এই দিবস উদযাপন করতে পারছি।
আজকের এই আয়োজনে মানিকগঞ্জের সাধারণ জনগণ যাদের আর্থিক সমস্যার কারণে হাসপাতালে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছেন তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা আমরা করেছি। আশা করি এতে আমাদের মানিকগঞ্জের জনগণের উপকার হচ্ছে এবং আমরা সব সময়ই জনগণের উন্নত ও মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।’

এসময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন সহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইউনিট – এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।

দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা নিতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার প্রায়-হাজারের অধিক নারী, পুরুষ ও শিশু আগমন করেছে হাসপাতালে। বিনামূল্যে চিকিৎসা সেবার এই আয়োজনে ছিল:
* আউটডোর টিকিট ফ্রী
* হাসপাতালে প্রাপ্ত টেস্টে ২৫% ছাড়
* অপারেশনে ৩৫% এবং ফিজিওথেরাপিতে ৪০% ছাড়!

এছাড়াও বিশেষ ছাড়ে মাত্র ২৩০০ টাকায় কিডনি রোগীদের ডায়ালাইসিস এর ব্যবস্থা যা কিনা সম্পূর্ণ ডিসেম্বর মাসব্যাপী থাকবে এবং মানিকগঞ্জে সব চেয়ে কম খরচে ডায়ালাইসিস।

এই ফ্রী মেডিকেল ক্যাম্প হওয়াতে স্থানীয় মানুষদের মাঝেও উৎফুল্লতা দেখা যায় এবং তারা ফ্রীতে চিকিৎসা নিতে পেরে কৃতজ্ঞতা স্বীকার করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ