মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে জাহিদ ইবনে জামান(৯)নামের এক শিশু নিহত হয়েছেন। শনিবার(১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনের পূর্বপাশে খান মার্কটের সামনে এ র্দূঘটনা ঘটে। নিহত-জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর থানার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনে পৌঁছালে পিছন দিক থেকে মাইক্রোবাস ধাক্কা দেয়। এসময় সিএনজি থেকে জাহিদ ইবনে জামান বাহিরে ছিটকে পরে । তাৎক্ষনিক বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকা শিশুটির মাথার ওপর ওঠে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার এসআই মো.রাশেদুল ইসলাম জানান,মাইক্রোবাস দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রাক আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

