রবিবার (০৭ ডিসেম্বর) ২০২৫ ইং তারিখে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ( ৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় নির্বাচিত ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন প্রশিক্ষণ কোর্স কো -অর্ডিনেটর দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাহিয়ান নুরেন।
২ দিনের প্রশিক্ষনের প্রথম দিনে চকমিরপুর ইউনিয়ন পরিষদ এবং কলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বারগণ অংশগ্রহন করেন। উপজেলার ৮ টি ইউপির সকল মেম্বরদের কে নিয়ে মোট ০৪ টি ব্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি ব্যাচ ২ দিনব্যাপী প্রশিক্ষণ লাভ করবে। ২য় ব্যাচে ধামশ্বর এবং খলসী ইউনিয়ন পরিষদ, ৩য় ব্যাচে বাচামারা এবং জিয়নপুর ইউনিয়ন পরিষদ, ৪র্থ ব্যাচে বাঘুটিয়া এবং চরকাটারী ইউনিয়ন পরিষদ এর মেম্বারগণ অংশগ্রহন করবেন।

