শনিবার, নভেম্বর ৮, ২০২৫

কবি রেজাউদ্দিন আহমেদ স্টালিনকে মানিকগঞ্জে সংবর্ধনা

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, কবি রেজাউদ্দিন আহমেদ স্টালিনকে মানিকগঞ্জে সংবর্ধনা প্রদান করেছে মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। আজ (শনিবার) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আফরোজা খানম রিতা। সংসদের উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল গবেষক অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, জজকোর্টের পিপি নূরতাজ আলম বাহার, জ্যেষ্ঠ আইনজীবী জহীর আলম খান লোদী, মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সভাপতি হাবিল উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডেপুটি চীফ ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার মফিজুর রহমান ভুঁইয়া, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল, জেলা জাসাসের সদস্য-সচিব শামীম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।

মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে শিল্পকলা একাডেমী এবং জাসাসের স্থানীয় ও কেন্দ্রীয় শিল্পীবৃন্দ সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ