বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

মানিকগঞ্জে ডিবি অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আজাদ শিকদার, মো. সেলিম শিকদার, মো. রাজু আহমেদ ও মো. কবির হোসেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এবং এসআই রনি দেবনাথের নেতৃত্বে ডিবির একটি দল মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিবালয় উপজেলার দশচিরা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আজাদ শিকদারের কাছ থেকে ১০০ পিস, সেলিম শিকদারের কাছ থেকে ৫০ পিস, রাজু আহমেদের কাছ থেকে ৩০ পিস এবং কবির হোসেনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি’র তথ্য মতে, গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় শিবালয় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই অভিযানটি পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুনের দিকনির্দেশনায় পরিচালিত হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ