বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

হেজবুত তওহীদ ফিতনার বিরুদ্ধে উলামা-মাশায়েখের ঐক্যের ডাক

​দ্বীনি আকিদা ও ধর্মীয় ঐক্য সুরক্ষায় কথিত ‘হেজবুত তওহীদ’ ফিতনা’র বিরুদ্ধে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল তিনটায় মানিকগঞ্জ একাধিক মুফতি, আলেম ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই গুরুত্বপূর্ণ সভা সম্পন্ন হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি রিজওয়ান রফিকী।​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মুহাম্মদ রমজান মাহমুদ। সভার সার্বিক পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুফতি ইমরান আরিফী ও মুফতি বেলাল হোসেন রাশাদী।

প্রধান আলোচক মুফতি রিজওয়ান রফিকী তাঁর বক্তব্যে হেজবুত তওহীদের প্রচারিত বিভিন্ন বিভ্রান্তিকর মতবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ইসলামের মূল ধারা থেকে বিচ্যুতি রোধে মুসলিম জনসমাজকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “ইসলামের নামে বিভ্রান্তি ছড়ানো যেকোনো অপচেষ্টা রুখতে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

​এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা। তাদের উপস্থিতি এই দ্বীনি বিষয়ে উলামা সমাজের ঐক্যের বার্তাকে আরও সুদৃঢ় করেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংগাইর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকী, ​মুসলিম কাউন্সিল বাংলাদেশ মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি মাসউদুর রহমান আইয়ুবী, ​হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংগাইর জামশা ইউনিয়নের সভাপতি মাওলানা কাজী মুহাম্মাদ ইসহাক, ​জামশা ইউনিয়ন পরিষদের সভাপতি মুফতি রুহুল আমীন, ​জামশা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হুসাইন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন হাফেজ সাঈদ, হাফেজ সাইম, মাওলানা এমদাদ, মাওলানা ইসরাফিল, মাওলানা ইমরান, মাওলানা লোকমান হুসাইন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সাঈদসহ আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।​বক্তারা সকলেই একমত পোষণ করে বলেন যে, ধর্মীয় ফিতনা ও বিভ্রান্তি দূর করতে উলামা সমাজের পক্ষ থেকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তারা জনসাধারণকে যেকোনো ধরনের ধর্মীয় প্রচারণার উৎস যাচাই করে দেখতে এবং স্থানীয় হক্কানী আলেমদের সঙ্গে পরামর্শ করার পরামর্শ দেন। এই সভা ধর্মীয় আকিদার সুরক্ষা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে শেষ হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ