স্মৃতি আর আবেগের মেলবন্ধনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঐতিহ্যবাহী বানিয়াজুরী ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মিলনমেলায় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল থেকেই কুয়াশাভেজা শীত উপেক্ষা করে বিদ্যালয়ের প্রাক্তন পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভিড় করতে থাকেন। দীর্ঘ বছর পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ মেতে ওঠেন সেলফিতে, কেউবা ফিরে যান সেই হারানো কৈশোরে।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উদযাপন কমিটির সদস্যরা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী শায়লা কবির।
পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ কায়কোবাদের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতিচারণ স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া হাসিন।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান যখন ৮০ বছরে পদার্পণ করে, তখন তার শেকড় অনেক গভীরে চলে যায়। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছেন, যা অত্র এলাকার জন্য অত্যন্ত গর্বের।
টিভি উপস্থাপিকা সাদিয়া রোশনী সূচনা, রিপন আনসারি, সবুজ হাকিমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আফরোজা খানম খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির,বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চতু, উদযাপন কমিটির সহ-সভাপতি ডা: আবুল হাসান। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে স্মৃতিচারণমূলক পর্বে প্রবীণ শিক্ষার্থীরা তাঁদের ছাত্রজীবনের নানা গল্প শুনিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন ওয়ারফেজ মিজান, লালন ব্র্যান্ডের সুমি সহ আরো শিল্পীরা। নাচ পরিবেশন করেন দেশের খ্যাতিমান নৃত্য শিল্পীরা।

