মানিকগঞ্জের সিংগাইরে সাড়ে সাতশত মসজিদের ইমাম-মোয়াজ্জিনকে হাদিয়া হিসেবে কম্বল দিয়েছেন শিল্পপতি এম এ সাত্তার খান। সিংগাইর উপজেলা ইমাম পরিষদ-এর সার্বিক তত্ত্বাবধানে বুধবার (১৮ ডিসেম্বর) এসব ইমাম মুয়াজ্জিনকে কম্বল প্রদান করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের খতিব ও মাদ্রাসার এতিম ছাত্রদের কম্বল দেওয়া হয়।
শিল্পপতি এম এ সাত্তার খান সাত্তার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।
এদিন সকাল ১১ টার দিকে পৌর এলাকার কাংশা ছহির উদ্দিন ইসলামিয়া মাদ্রাসায় কম্বল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জায়গীর দরবার শরীফের পীর মাওলানা দ্বীন মোহাম্মদ।
এসময় হেফাজতে ইসলাম সিংগাইর উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ্ ফারকী, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, যুগ্ন-সম্পাদক মুফতি মাসউদুর রহমান আইয়ূবী, জেলা হেফাজতে ইসলামীর সাংগঠিনক সম্পাদক রমজান মাহমুদ, মাওলানা মো: ফজলুল করিম, মাওলানা হারুন অর রশিদ, হাফেজ মাওলানা আব্দুল করিম ও কাংশা ছহির উদ্দিন ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল আউয়াল নোমান উপস্থিত ছিলেন।
এম এ ছাত্তার খান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময় চেষ্টা করি সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে থাকার। প্রতিবছরই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে এবার প্রথমেই উপজেলার সাড়ে সাতশো মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবসহ মাদ্রাসার এতিম ছাত্রদের হাদিয়া হিসেবে কম্বল দেওয়া হয়। পর্যায়ক্রমে দক্ষিন মানিকগঞ্জের সব শ্রেণী পেশার অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে জানান তিনি।
সিংগাইরে সাড়ে সাতশো মসজিদের ইমাম-মোয়াজ্জিনকে কম্বল দিলেন শিল্পপতি সাত্তার খান
🕙 প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫ । ৬:৪৯ পূর্বাহ্ণ

