মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাটুরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তর গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার খান অন্তরকে (২২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন নিশ্চিত করে বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে সাটুরিয়া বাজারের একটি ব্যাবসায়িক দোকান থেকে গ্রেফতার করা হয়েছে।

শাহরিয়ার খান অন্তরের বাড়ি সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে। তিনি হামিদুর রহমান খানের পুত্র। সে বালিয়াটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন বলেন, অন্তরকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। তাকে সাটুরিয়া ধানকোড়া সন্ত্রাস বিরুধেী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ