সোমবার

২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু ও দেকসু বাস্তবায়নের দাবিতে দেবেন্দ্র কলেজের সামনে ছাত্রশিবিরের মানববন্ধন

🕙 প্রকাশিত : ২০ জানুয়ারি, ২০২৬ । ১:০৭ অপরাহ্ণ

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে শাকসু (শিক্ষার্থী সংসদ) ও সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রসংগঠন (দেকসু) বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ সকাল ১১টায় সরকারি দেবেন্দ্র কলেজের প্রধান ফটকের সামনে জেলার ছাত্রশিবিরের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কলেজের বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী সংসদ নির্বাচন বন্ধ থাকায় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও মত প্রকাশের পথ রুদ্ধ হয়ে আছে। শাকসু নির্বাচন স্থগিত করা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন তারা। অবিলম্বে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
বক্তারা আরও বলেন, সরকারি দেবেন্দ্র কলেজে দেকসু বাস্তবায়ন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। একটি কার্যকর ছাত্রসংগঠন না থাকায় শিক্ষা, আবাসন, পরিবহন ও একাডেমিক নানা সমস্যা অমীমাংসিত থেকে যাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে শাকসু ও দেকসু বাস্তবায়নের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধন চলাকালে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে
“শাকসু চাই”, “দেকসু বাস্তবায়ন কর”, “শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দাও”—
এমন নানা স্লোগান দেয়া হয়।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ