মানিকগঞ্জের ঘিওরে এক কৃষকের ১৫ শতাংশ জমির ধরন্তি লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার ( ১৭ অক্টোবর ) সকাল ৬ ঘটিকার সময় ঘিওর উপজেলার চকবস্তা গ্রামের সজুমু্দ্দিনের ছেলে শরিফের লাউ ক্ষেতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে ও কথা বললে মোঃ শরিফ মিয়া জানান, আমার বাড়ির পাশে মাঠে ১৫ শতাংশ জমিতে লাউগাছ লাগিয়েছিলাম। বর্তমানে গাছে কিছু লাউ ধরেছে। শুক্রবার (১৭ অক্টোবর ) সকালে লাউ তুলতে গিয়ে দেখেন তার জমির সব লাউ গাছ কেটে দিয়েছে। এতে তার প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ প্রতিবেশী জোসনা আক্তার, আরমান ও লেবু এ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করছেন কৃষক মোঃ শরিফ মিয়া
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘লাউগাছ কাটার ঘটনায় থানায় একটা অভিযোগ পেয়েছি । অভিযোগের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’