বুধবার

৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সাটুরিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯: ০৭

মানিকগঞ্জের সাটুরিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা মোল্লা পাড়ায় মরহুম জুরান আলী ও খেতা পাগলার বাৎসরিক ওরস শরীফের মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, “আজ আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করছি। পাশাপাশি ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা,  চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসক ও শতাধিক জনবল এই সেবায় সরাসরি যুক্ত ছিলেন। অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা দেওয়া আমাদের অঙ্গীকার।”

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন, “বিনামূল্যে চিকিৎসা সেবার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় আমরা এ ধরনের সেবা পৌঁছে দেবো।”দি

নব্যাপী এই স্বাস্থ্যসেবা নিতে এলাকার প্রায় তিন হাজারের বেশি নারী, পুরুষ ও শিশু অংশ নেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়া কোনো রোগীর অপারেশন প্রয়োজন হলে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি টেস্টে ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দেন কর্তৃপক্ষ।

এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের ফলে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ জুলফিকার আহমেদ আমিন আরো বলেন, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাবেক মন্ত্রী এবং সাটুরিয়া- মানিকগঞ্জ -৩ আসনের সাবেক এমপি হারুণর রশিত খান মুন্নুর নামে পরিচালিত হচ্ছে। এ ফাউন্ডেশন মানিকগঞ্জে বিভিন্ন খাতে সেবা মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে এই শীতে তৃণমূলে দুস্থ্য নারী ও পুরুষ, শিশুরা রয়েছেন। যারা মানিকগঞ্জ শহরে এসে সেবা নিতে পারেন না। তাদের কে কেন্দ্র করে আমরা গ্রাম পর্যায়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি। ইতোমধ্যে আমরা সাটুরিয়া ও মানিকগঞ্জ সদরের একাধিক স্থানে সম্পন্ন করেছি। এ সেবা আমদের অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন আমাদের মুন্নু গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ এর চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দুস্থ্য রোগীদের বিভিন্ন ছাড়ে চিকিৎসা সেবা দিয়ে আসছি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ