সোমবার

২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ ৩ আসেনর স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার

🕙 প্রকাশিত : ২০ জানুয়ারি, ২০২৬ । ১:০৩ অপরাহ্ণ

মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাকে বিএনপি’র দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার ( ২০ জানুয়ারি ) দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো, আতাউর রহমান আতা দীর্ঘদিন ধরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে দেওয়া কিছু বক্তব্য দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে বলে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে। বিশেষ করে সংবাদ সম্মেলনে তার বক্তব্যকে দায়িত্বহীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত হিসেবে উল্লেখ করা হয়।
সূত্রগুলো আরও জানায়, একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে চাপের মুখে ফেলতে গণমাধ্যমকে ব্যবহার করেছেন, যা দল কখনোই মেনে নিতে পারে না। এসব কারণে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প ছিল না বলে দাবি করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ