মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের কার্যালয়ের শুভ উদ্বোধন

মানিকগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনায় আরও গুণগত উন্নয়ন নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের নতুন কার্যালয়। সোমবার সকালে দোয়া ও ফিতা কেটে উদ্বোধন করেন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বলেন, নতুন এই কার্যালয়ের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, গতিশীলতা ও দ্রুত সেবা আরও সহজ হবে। বিশেষত শহরের ব্যস্ত সড়কগুলোতে যানজট নিরসন, পথচারী নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমাতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও কার্যালয়টি থেকে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান কর্মকর্তারা। শহরজুড়ে আধুনিক মনিটরিং, নিয়মিত চেকপোস্ট তদারকি এবং মোটরযান চালকদের সাথে দ্রুত যোগাযোগ রাখার ব্যবস্থা আরও জোরদার হবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কার্যালয় মানিকগঞ্জের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা রাখবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ