মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) রাত ১১ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের সোনাকান্দার হারু মাতব্বরের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার সোকান্দার এলাকার মো:হাসেম আলী ইমন খা (৩০)। অভিযানের সময় ইমন খা এর কাছে থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে যার বাজার মূল্য ৬ হাজার টাকা ।আসামির বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মানিকগঞ্জে ২০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারী গ্রেফতার
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ০৬: ৩৭

