মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সাংবাদিকদের ৩ দিন ব্যাপী পিআইবির প্রশিক্ষণ

মো:নোমান আহম্মেদ

পিআইবির আয়োজনে মানিকগঞ্জে ৩ দিন ব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই প্রশিক্ষণের আয়োজন করে। পিআইবি”র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন,ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.জামিল খান প্রথম দিনের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস ,সদস্য সচিব সাহানুর ইসলাম সহ কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এই প্রশিক্ষণে মোবাইল সাংবাদিকতা,ক্যামেরা সেটিং, সংবাদ চেনা সহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরনের মাধ্যমে ৩ দিনের এই প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ