মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায়  ১৬  জন    ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে  প্রায় কেটি টাকার অনুদান দিলেন ডিসি

Spread the love

শাহীন তারেক

মানিকগঞ্জ জেলায় সম্প্রতি সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১৬ টি পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

আজ বৃহস্প্রতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল অফিসের উদ্যোগে ১৬ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে এ চেক বিতরণ করা হয়।

চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ন সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটির সহকারি পরিচালকের (ইঞ্জিনিয়ার) কার্যালয়ের  সহকারি পরিচালক এডি মাহবুব কামালমের পরিচালায় এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলাম,কোষাধক্ষ শাহীন তারেক,সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন প্রমূখ।

আয়োজকরা জানান,দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারকে ৫ লক্ষ এবং একটি পরিবারকে ১লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়।এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য সরকারের পক্ষ থেকে একটি মানবিক সহানুভূতির প্রতিফলন।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন,সড়ক দুর্ঘটনায় একটি জীবন হারানো বা পঙ্গু হয়ে যাওয়া কোনভাবেই পূরণীয় নয়,তবে সরকারের এই সহায়তা পরিবারগুলোর কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।আমরা সচেতনার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য কাজ করছি।তিনি আরো বলেন,সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হয় তা একসময় তেমন কোন মানুষ জানতোনা।আমরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে তা জানানোর চেষ্ঠা করছি।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা হলেন,মালেকা বেগম,শহিদুল.মোঃ জোনাব আলী,মোঃ মিঠু মিয়া,মোঃ আব্দুল আহাদ খান,মোঃ মাসুদুর রহমান,মহাদেব মোদক,হোসনেয়ারা বেগম, মোঃ জাহিদ হাসান,মোঃ মোসা মিয়া,আবুর বাসার,মোছাঃ বিথি আক্তার,ফুলমতি বেগম,মোহাম্মদ আমিনুল ইসলাম,সাবিনা আক্তার,মোঃ শফিকুল ইসলাম ও আকাশ দেবনাথ

Scroll to Top