মানিকগঞ্জে শীতার্ত মানুষের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মানিকগঞ্জ ইউনিট। রোববার সকালে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট মানিকগঞ্জ ইউনিটের সেক্রেটারি মীর্জা রবিউল আওয়াল স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিটের সদস্য খন্দকার মো: আতিক, সদস্য সোলায়মান খান তুহিন, সদস্য নাভিদ ইকবাল রাসেল, রিয়াজুল ইসলাম, মো: আরিফুর রহমান এবং মো: ফরহাদ আলম উপ-পরিচালকসহ রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতার্ত মানুষেরা এই সহায়তা পেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানিকগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৫০০ কম্বল বিতরণ
🕙 প্রকাশিত : ২৫ জানুয়ারি, ২০২৬ । ৯:৪৪ পূর্বাহ্ণ

