মানিকগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সেওতা মেইন রাস্তা থেকে মসজিদের রাস্তায় যাতায়াতে বাধা, রাস্তার সীমানায় ঘর নির্মাণজনিত সমস্যা এবং মসজিদমুখী মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে পশ্চিম সেওতা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীরা জানান, আকতার গং ও হাসেম গং-এর সীমানার মাঝখান থেকে পশ্চিম দিকে নূরে মদিনা জামে মসজিদ পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে সংকুচিত হয়ে পড়েছে। ফলে মুসল্লিসহ শতাধিক মানুষের নিয়মিত চলাচল কঠিন হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, সড়কের অংশ দখল, পথ আটকিয়ে ঘর নির্মাণ এবং পর্যাপ্ত জায়গা না থাকায় প্রতিদিন মানুষ ভোগান্তিতে পড়ছে।
বক্তারা আরও বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদমুখী মুসল্লি, নারী, শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও স্থানীয় জনসাধারণের নিরাপদ চলাচলের স্বার্থে রাস্তাটি দ্রুত প্রস্থ বৃদ্ধি, প্রতিবন্ধকতা অপসারণ এবং প্রবেশপথ পুনর্বিন্যাস করা অত্যন্ত জরুরি।
তারা জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসা হলেও দীর্ঘদিন ধরে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। মানববন্ধনে বক্তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

