মানিকগঞ্জে মাধ্যমিক স্তরের (অনূর্ধ্ব–১৫) শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন খাতুন, সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্রীড়া সাংবাদিক আব্দুল মোমিন এবং এনপিআই ইউনিভার্সিটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফারুক হোসেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা।
জানা গেছে, জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গত ১৬ অক্টোবর থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। জেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। ২১টি সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতারে দক্ষ করে তোলা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা। প্রতিটি শিশুর সাঁতার শেখা জরুরি, কারণ দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আমাদের দেশে প্রায়ই ঘটে। এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হতে সহায়তা করেছে।”
তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও ক্রীড়া উন্নয়ন ও প্রশিক্ষণমূলক কর্মসূচিতে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।

