মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা ও উদ্ধোধক হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী সায়লা কবির।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বানিয়াজুরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে উদযাপন কমিটির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো: কায়কোবাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর, উদযাপন কমিটির সহ সভাপতি ডা: আবুল হাসান, বানিয়াজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু প্রমুখ। অনুষ্ঠানে প্রায় চার হাজারের অধিক প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রাক্তণ শিক্ষার্থী রিপন আনছারী ও সবুজ হাকিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজ এ এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখান থেকে শিক্ষালাভ করে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, যা প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করেছে।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের নানা আনন্দঘন মুহূর্ত তুলে ধরেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
পুনর্মিলনী উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নতুন করে বন্ধনের সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

