দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এই স্লোগানে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ গেইটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দুর্নীতি দমন প্রতিরোধ ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ঘিওর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম বলেন, আমাদের সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। পরিবারের বাবা-মায়ের উচিত স্কুল কলেজে ভর্তি হওয়ার পূর্বে তাদের সন্তানকে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা দেওয়া। ছোট বেলা থেকেই যদি প্রতিটি সন্তান আদর্শ ও নৈতিকতার শিক্ষা নিয়ে বড় হয় তাহলে তার পক্ষে দুর্নীতি করা সম্ভব হবেনা।
মোঃ দেলোয়ার রহমান খানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধেরসহ সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী মো: আলী জিন্নাহ, দুর্নীতি দমন প্রতিরোধের অন্যান্য সদস্যসহ উপজেলার প্রতিটি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

