মানিকগঞ্জের বিখ্যাত মিষ্টি নিজাম সুইটসের প্রতিষ্ঠাতা ও পীরে কামেল হযরত শাহ নিজাম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন।
বুধবার ( ২৪ ডিসেম্বর ) সকাল ১০:২০ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যু কালে তিনি চার ছেলে, তিন মেয়ে, স্ত্রী ও নাতি / নাতনি রেখে যান।
মরহুমের নামাজে জানাজা বুধবার বাদ আসর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এবং হযরত শাহ কছিম উদ্দিন আহমেদ ওয়ায়েছির মাজার সংলগ্ন নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাজায় হাজার হাজার লোকের সমাগম হয়। নিজামুদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজা নামাজে অসংখ্য ভক্তবৃন্দ ও এলাকার মুসল্লিগণ জানাজায় শরীক হন।
মানিকগঞ্জে নিজাম সুইটসের স্বত্বাধিকারী নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২: ৪৫

