বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

🕙 প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫ । ৭:০৬ পূর্বাহ্ণ

মানিকগঞ্জে নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সাথে হরিরামপুর উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধ, সুধীজনের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে হরিরামপুর উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত, উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান, প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. শাহিনুজ্জামান
সভায় বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, প্রধান শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
সভায় হরিরামপুর উপজেলা নানা সম্ভাবনা ও সমস্যা বিষয়ে বক্তারা বলেন, হরিরামপুরে নদী ভাঙ্গন প্রতিরোধ, মাদক সমস্যা ও বাল্য বিয়ে প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সকল বিষয়ে উত্তর দেন। এসময় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মো. সারোয়ার আলম আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়া জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দীন বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ