অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জ ক্যাম্পাসের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একই সাথে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। গত ১৪ই জানুয়ারি থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই ক্রীড়া উৎসবের সমাপনী গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জের পরিচালক ডা. রেজওয়ানা আফরোজ স্মরনী। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের মান ও শিক্ষাক্রমকে আধুনিকানয়নে পরিচালক মহোদয়ের নিরলস প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন। স্কুল কে এগিয়ে নিতে তার এই অবদানের কথা অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট মানিকগঞ্জ জেলা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম হারুন এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন । এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক প্রদর্শনী ও কুচকাওয়াজ। নার্সারি শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত সংগীত এবং শাহরিয়ার মাহমুদদের পরিচালনায় মার্শাল আর্ট ডিসপ্লে দর্শকদের মুগ্ধ করে। এছাড়া ডিসপ্লে, প্লে গ্রুপের শিক্ষার্থীদের ইসলামিক গান এবং কেজি শ্রেণীর ‘বিউটিফুল ডে’ পারফরম্যান্স ছিল অন্যতম আকর্ষণ।
মানিকগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে আকিজ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
🕙 প্রকাশিত : ২১ জানুয়ারি, ২০২৬ । ১২:৪৫ অপরাহ্ণ

