বুধবার

২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গ্রামবাসীর হাতে ধরা পড়ে প্রাণ হারাল বিপন্ন প্রজাতির মেছোবাঘ

🕙 প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫ । ৮:১৮ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদিনগর বটতলা এলাকায় স্থানীয়দের হাতে আটক হয়েছে একটি মেছোবাঘ। আটকের কিছুক্ষণ পরেই মেছোবাঘটি মারা যায়।

শনিবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয়রা আটকে রেখে খবর দেয় উপজেলা বন বিভাগকে। খবর পেয়েই মৃত মেছোবাঘটির উদ্ধারে যায় বন বিভাগ।

স্থানীয়রা বলেন, খাবারের সন্ধানে বের হলে বাঘটি আটকে পড়ে। তখন স্থানীয়রা আটকে রাখলে মেছোবাঘটি মারা যায়। এমন আরো অনেক মেছোবাঘ এলাকায় রয়েছে।

সরফদিনগর গ্রামের মো. জাকির হোসেন বলেন, সকালে বাড়ির পাশে বের হলে দেখি একটি মেছোবাঘ হেটে যাচ্ছে। পরে আমারা পলো (মাছ ধরার বিশেষ যন্ত্র) দিয়ে ধরার কিছুক্ষণ পরে এটা মারা যায়।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়েই সাথে সাথে আমরা লোক পাঠিয়েছি। যেহেতু মেছোবাঘটি মারা গিয়েছে তাই মারা যাওয়ার কারণ উদ্ঘাটন করার জন্য কিছু সেম্পল সংগ্রহ করে মেছোবাঘটি মাটিতে পুতে রাখা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ