মানিকগঞ্জে আরিচা ঘাটে ভয়াবহ অগ্নিকান্ড ১০ দোকান পুড়ে ছাই।

মানিকগঞ্জে আরিচা ঘাটে ভয়াবহ অগ্নিকান্ড ১০ দোকান পুড়ে ছাই।

Spread the love

শহিদুল ইসলাম সুজন মানিকগঞ্জ, ১৪ ডিসেম্বর।।
শিবালয় উপজেলার আরিচা ঘাট ডাক-বাংলোর দক্ষিণে লেপ-তোষকের দোকাণে ভয়াবহ আগুণ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এ অগ্নিকান্ডে অনন্ত ১০টি দোকান ও বাড়িঘর পুড়ে যায়। আগুণের খবর পেয়ে শিবালয় নবগ্রাম ষ্টেশনের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে।
প্রত্যেক্ষদশীরা জানায়, অগ্নিকান্ডে অন্তত ৫টি লেপ-তোষক, ৩টি ঔষুধ ও পার্শ্ববর্তী কাঠের গুদাম আগুণ পুড়ে যায়। স্থানীয়রা আগুণ নেভানোর চেষ্টা চালানের এক পর্যায়ে প্রায় আট কিলোমিটার দূরবর্তী ষ্টেশন থেকে ফায়ারসার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুণ নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘন্টার চেষ্ঠায় আগুণ নিযন্ত্রণে আনে। ততক্ষণে বেশ কয়েটি দোকান-ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত লেপ-তোষকের দোকানী তসলিম হোসেন জানান, আগুণে তার দোখানের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে বাসা থেকে ঘটনাস্থলে আসার সময় পর্যন্ত দোকানের সবকিছুর পুড়ে ছাই হয়ে যায়।
বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন জানান, ঘটনার পর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুণ লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা হচ্ছে।
মানিকগঞ্জ ফায়াস সার্ভিসের সহকারি পরিচালক আব্দুল হামিদ জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট না কি অসাবধানতাবশত: আগুণের সূত্রপাত ঘটেছে তা পরিক্ষা-নিরিক্ষা চলছে।০১৭২৬২২৬৬৮৮

Scroll to Top