আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ভোট চেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. জাকির হোসেন।
বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা শহরে আয়োজিত এক গণসংযোগ কর্মসূচিতে তিনি আনুষ্ঠানিকভাবে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোটাস, যুগ্ম আহ্বায়ক পালু, নঈম, আওলাদ হোসেন, আবুল বাশার, অ্যাডভোকেট আসাদ, জিয়াউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ গণসংযোগকালে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মানিকগঞ্জে আফরোজা খানম রিতার পক্ষে ভোট চাইলেন জাসাস-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক
🕙 প্রকাশিত : ২৫ জানুয়ারি, ২০২৬ । ৫:৪১ পূর্বাহ্ণ

