বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা বাজারে আগুন, পুড়ে ছাই ১১ দোকান

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই

🕙 প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২৫ । ৮:৫৩ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, হঠাৎ আগুনের সূত্রপাতের পর মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে সেলুন, কাপড়, পান, ফার্মেসি ও জুতার দোকানসহ ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ নাজমুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন হতাহত নেই।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ