মানিকগঞ্জ- ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবাহক আফরোজা খানম রিতা বলেছেন- বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের কৃষি কার্ড দুস্থ্য নারীদের নারী কার্ড এবং পরিবারের সকল সদস্যদের সহযোগীতা করার জন্য দুস্থ্য পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড করা হবে।
তিনি সোমবার বিকালে মানিকগঞ্জ- ৩ আসনের সহকারী রিটানিং কর্মকর্তা ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের নিকট তার মনোনয়ন ফরম জমা দিয়ে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে, নারী ও শিশুদের বিশেষ কাজ করা হবে। আর তরুণ ভোটারদের জন্য খেলা ধূলা করার জন্য মাঠ তৈরি করা হবে। আমরা চিকিৎসা, যোগাযোগ ও শিক্ষার উপর কাজ করব। মানিকগঞ্জে কোন বিশ^ বিদ্যালয় নেই। শিশু পার্ক নেই। যেখানে যাই রাস্তা ঘাটের কথা বলেন। তাই আমি মৌলিক চাহিদার কথা শুনে তা কাজ করব।
এসময় তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হবে। আমার এলাকায় সাংবাদিকবৃন্দ ছাড়াও যে কোন ব্যাক্তি তার মত প্রকাশ করতে পারবে। আমার ভুল হলে সাংবাদিক ভাইয়েরা ত তোলে ধরবেন।
আফরোজা খানম রিতা আরো বলেন, বর্তমানে প্রশাসন খুব সুন্দর ভাবে নির্বাচন কাজ পরিচালনা করে আসছে। আমার মতে এখন লেভেল ফিল্ড রয়েছে। কোন ভোটার বা কোন গোষ্ঠীকে কোন প্রার্থীর সমর্থক হুমকি ধুমকি দিচেছ না। আমি বিশ্বাস করি অবাধ ও সুষ্ঠ নির্বাচন হলে আমি জয়ী হব।
এসময় মানিকগঞ্জ জেলা ও সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি ক্ষমতায় আসলে কৃষি, নারী ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে- সাটুরিয়ায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬: ০৭

