বুধবার

২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

🕙 প্রকাশিত : ২৬ জানুয়ারি, ২০২৬ । ৭:৫৩ পূর্বাহ্ণ

বরিশালে ২১ বছর বয়সী শারমিন আক্তার মিম নামের এক তরুণী রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আত্মহত্যা করেছেন। তার মরদেহ নগরের ব্যাপ্টিস্ট মিশন রোডের নাহার ম্যানশন থেকে উদ্ধার করা হয়।

নিহত মিম বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোড এলাকার একটি কাপড়ের শো-রুমে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের বাসিন্দা মো. লাল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিককে ভিডিও কলে রেখেই ওই নারী গলায় ফাঁস দেন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ব্যাপ্টিস্ট মিশন রোডের খলিফা বাড়ির নাহার ম্যানশনের সুলতানের সাবলেট বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সূত্র:ইত্তেফাক

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ