মঙ্গলবার

২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ম নিয়ে বাউল শিল্পী আবুল সরকারের কটূক্তি: মানিকগঞ্জে বিক্ষোভ

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় মানিকগঞ্জ জেলা বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহিদী জনতার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বাউলদের ইসলামবিরোধী সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানান।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের হওয়া মামলায় বাউল শিল্পী আবুল সরকার বর্তমানে কারাগারে রয়েছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ