বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তফসিলের আগে গণভোটের বাস্তবতা নেই: নুর 

🕙 প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ । ৮:৩১ পূর্বাহ্ণ

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে। তফসিলের আগে গণভোটের কোনো বাস্তবতা নেই। তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট হতে পারে, তবে অবশ্যই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে গনভিত্তি ও আইনী ভিত্তি দিতে হবে।
রোববার (৯ নভেম্বর) গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন।
নুর আরও বলেন, গণঅধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচনে সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এখনকার এই রাজনৈতিক দলগুলো সবাই মিলেমিশে গণঅভ্যুত্থানে মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছে। প্রয়োজনে দেশের বৃহত্তর স্বার্থে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও বিবেচনা করা হবে। তফসিল ঘোষনা হলে সে ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে।
তিনি বক্তব্য প্রদানের এক পর্যায়ে গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হিসাবে মোঃ সরুজ্জামান সরকারের নাম ঘোষনা করে তাকে পরিচয় করে দেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ