বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের

🕙 প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ । ৮:১৩ পূর্বাহ্ণ

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে তারা ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রাখেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে আটকা পড়েছে শতশত যানবাহন। যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
এসময় অবরোধকারী সাধারণ শিক্ষার্থীরা ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে সারা দেশের সঙ্গে সমন্বয় রেখে এই কর্মসূচি পালন করেন।
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। ২৬ অক্টোবর লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে পিএসসি। এর পর থেকে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছেন চাকরিপ্রার্থীরা। পরে আন্দোলনেও নামেন তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ