বুধবার

২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে হযরত শাহ্ নিজাম উদ্দিন উয়ায়েছির খেলাফত দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

🕙 প্রকাশিত : ২৮ জানুয়ারি, ২০২৬ । ৬:৩৬ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হযরত শাহ্ নিজাম উদ্দিন উয়ায়েছি ( রঃ) এর খেলাফত দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাহাদুরপুর মরহুম মোন্তাজ উদ্দিন মোল্লার বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হযরত শাহ্ নিজাম উদ্দিন উয়ায়েছি ( রঃ) ভক্ত বৃন্দের সার্বিক সহযোগিতায় মোঃ সাইফুল ইসলাম আল উয়ায়েছির শুভেচ্ছান্তে, নাজমুল ইসলাম উয়ায়েছির ধন্যবাদান্তে, তানভীর মাহমুদ ( আবির) আল উয়ায়েছি, জুনায়েদ উয়ায়েছি ও নিশাদ মোল্লার তত্ত্বাবধানে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, শাহ্ হোসাইন মোহাম্মদ রফিকুল হক উয়ায়েছি ও মতিয়ার রহমান উয়ায়েছি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ