বুধবার

৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে মাদকবিরোধী প্রচারণায় দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক উৎসব

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫: ৪৩

মানিকগঞ্জের ঘিওরে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করতে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীণ ঐতিহ্যের নানা খেলায় দিনভর মেতে ওঠে স্থানীয় কিশোর, তরুণ, গ্রামীণ নারী, প্রবী প্রবীণ ও স্থানীয় এলাকাবাসী।

দৈনিক টেলিগ্রাম

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলার বালিয়াখোড়া উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই (SDI)-এর ‘সমৃদ্ধি কর্মসূচি’-এর আওতায় এ উৎসবের আয়োজন করা হয়।
সকাল থেকেই উৎসবকে ঘিরে বিদ্যালয় মাঠে সমবেত হন কোমলমতি শিক্ষার্থী, যুবক ও অভিভাবকরা। প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড়, নারীদের জন্য জনপ্রিয় বালিশ খেলাসহ নানা ধরনের বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা।
যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে শেকড়ের টানে এই আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় যুব সমাজ।

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করে সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করা এবং ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা নতুন প্রজন্মের মাঝে বিকশিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে আমরা গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি তরুণদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে চাই।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমরান হোসেন, এসডিআই ধামরাই জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ, মানিকগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামীম হোসেন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তাসলিমা আক্তার, কর্মকর্তা মো. লুৎফর রহমান।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ