আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩ ঘটিকার দিকে তিনি ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাশিতা- তুল ইসলামের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সঙ্গে ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ সভাপতি মোঃ আবু কাউছার রেজা, যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া, এস এ জিন্নাহ কবিরের মেয়ের জামতা ব্যারিস্টার জাওয়াতুল ইসলাম নয়ন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই ঘিওর উপজেলা প্রশাসনের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেইসাথে উপজেলা প্রশাসনের কার্যালয় এলাকায় দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা।
ঘিওরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬: ২০

