বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

🕙 প্রকাশিত : ৩ জানুয়ারি, ২০২৬ । ১২:১২ অপরাহ্ণ

বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বগুড়া–নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোডের বড় আখিড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)।
আহত ব্যক্তি হলেন একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহমেদ (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে শিবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় তিনজন যাত্রী মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কিনতে যাচ্ছিলেন। এ সময় সড়কে ঘন কুয়াশা ছিল। অটোরিকশাটি বড় আখিড়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি নওগাঁগামী অজ্ঞাত বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও রাসেল মোল্লা মারা যান। গুরুতর আহত অবস্থায় মিজু আহমেদকে উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থল থেকে অটোরিকশাচালক পালিয়ে যান।
আদমদীঘি থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনরা মামলা না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ