বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও পিছিয়ে পড়া গ্রামের মানুষের ভোগান্তি কমাতে গ্রাম আদালত বিশেষ ভূমিকা রেখেছে। এ লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন পরিষদ হল রুমে ( ১৭ ডিসেম্বর ) সকালে গ্রাম আদালত সক্রিয় করণে সিংজুরী ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরী সহায়তায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়ে) প্রকল্প বাস্তয়বায়ন ও সহযোগী সংস্থা ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত গ্রাম আদালত সক্রিয়করণ সভায় সভাপতিত্ব করেন সিংজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু।
গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী ধনঞ্জয় মন্ডলের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাজেদুল মুকসুদ, ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা মোঃ নুর ইসলাম মিয়া প্রমুখ।
এসময় উক্ত মত বিনিময় সভার অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

