সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জের সিংগাইরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা ভুমদক্ষিন মোতাহার আলী ইসলামিয়া মাদ্রাসা মাঠে এই দোয়া মাহফিল হয়। এছাড়া এসময় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিন জুমার নামাজ শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ভুমদক্ষিন মোতাহার আলী ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল্লাহ আল-মামুন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া, তার প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানসহ তার পরিবারের সকল সদস্যের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করা হয়।
পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে কম্বল তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: লিয়াকত আলী ও বিশষ অতিথি সংগঠনটির সদস্য মাজহারুল ইসলাম খান পায়েল।
এসময় ভুমদক্ষিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আসাদ শাহ প্রামাণিক, ঢাকা মহানগর উত্তরের সদস্য ইঞ্জিনিয়ার মো: মোশারফ, সিংগাইর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল মৃধা, সাংগঠনিক সম্পাদক আলী আজম, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুল আলীম ও কৃষ্ণপুর ইউনিয়ন জাসাসের সভাপতি হোসেন বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিংগাইরে দোয়া ও শীতবস্ত্র বিতরণ
🕙 প্রকাশিত : ৫ জানুয়ারি, ২০২৬ । ৭:৩৭ পূর্বাহ্ণ

