বুধবার

৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জ-২ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭: ৫৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময় সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পাঁচটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহারের কাছে নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা।
রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-২ আসনে মোট ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম আব্দুল মান্নান, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো: সালাউদ্দিন, সিঙ্গাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান (স্বতন্ত্র), জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো: আব্দুল হক মোল্লা (স্বতন্ত্র) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী।

ছবি:টেলিগ্রাম ডেস্ক

এ বিষয়ে সহকারি রিটার্নিং কর্মকর্তা সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিলের কাজ সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে আগামী ৩ জানুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভাবে করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ