বুধবার

৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আমার ভোটাররাই এখন কর্মী – মানিকগঞ্জের ঘিওরে এস এ জিন্নাহ কবির

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০: ৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির  বলেছেন, মানিকগঞ্জ ১ ঘিওর – দৌলতপুর ও শিবালয় উপজেলার  আগামী নির্বাচন হবে এস এ জিন্নাহ কবিরের নির্বাচন। ওই নির্বাচনে কোনো কর্মী লাগবে না, অ্যাজেন্ট লাগবে না, কোনো টাকা-পয়সাও লাগবে না। কারণ প্রত্যেকটা ভোটারই আমার কর্মী হবে, নিজের অর্থে আমাকে সাহায্য করবে।’

তিনি বলেন, ‘আগে ভোট চাইতে গেলে ভোটারদের টাকা দিতে হতো, আর এখন আমি ভোটের জন্য গেলে মায়েরাই আমাকে খাবার দেয়। এইটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। বুধবার  ( ১০ ডিসেম্বর) দুপুরে  উপজেলার পাবলিক লাইব্রেরি   মা‌ঠে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

এস এ জিন্নাহ কবির  বলেন, ‘ আমার নির্বাচন তারাই করবে যারা রাস্তায় আলো জ্বালায় কিন্তু নিজের ঘরের কুপিতে তেল থাকে না, যারা মানুষের ভাত জোগায় কিন্তু নিজের হাড়িতে ভাত রান্নার চাল থাকে না। আমার নির্বাচন করবে চাওয়ালারা, রিকশাওয়ালারা, রাজমিস্ত্রিরা। জয়-পরাজয় যাই হোক, ঘিওর – দৌলতপুর ও শিবালয়ের মানুষের সাথে থাকব।’

তিনি আরো বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, আমার  গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে সংসদে যাব।‘শ্রমজীবী মানুষের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব এসেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। কিন্তু শ্রমজীবী মানুষদের অনেকেই মানুষ বলে স্বীকৃতি দেয় না, ‘কামলা’ বলে অপমান করে। সেই অবহেলিত মানুষের সন্তান হিসেবেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি।”

তিনি বলেন, ‘ভোট একদিনের। কিন্তু বিভেদ তৈরি হলে তা একসময় সহিংসতায় রূপ নেয়। তাই ভোট নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি।’নারীদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি মায়েরা আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, রোজা রেখে ভোট দিতে যাবে। আমার জয়ের বার্তা  ঘরে ঘরে পৌঁছে গেছে।তিনি আরো বলেন, ‘আমি জয় বা হার কিছুই দেখি না। মায়েদের দোয়া নিয়ে এগিয়ে চলাই আমার বড় পাওয়া।

এর পরে তিনি , বিকেলে ঘিওর  ইউনিয়নের জনতার মোড় এলাকায়  গণসংযোগ করেন । ওই গ্রামের  বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ