বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের ইন্তেকাল

🕙 প্রকাশিত : ৮ জানুয়ারি, ২০২৬ । ৬:১৪ পূর্বাহ্ণ

তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার এবং বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য মুন্সী জালাল উদ্দিন আজ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।

মুন্সী জালাল উদ্দিন ১৮তম বিসিএস-এর মাধ্যমে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি তথ্য সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি গণযোগাযোগ অধিদপ্তর, বিজিবি, স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ড ও তথ্য অধিদফতরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে তিনি বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সহকর্মী ও অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে তথ্য পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকর্মীরা হাসপাতালে সমবেত হয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

তাঁর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুমের নিজ বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার বাদ জোহর তাঁর দাফন সম্পন্ন করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ