১০ কেজি গাঁজাসহ মতি মোল্লা (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশ। গতনসোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মতি মোল্লা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা।
থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মতি মোল্লা মাদক কারবারের সাথে জড়িত। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে সিংগাইর উপজেলাসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো। পুলিশ তাকে খুঁজছিল। সোমবার রাতে থানা পুলিশ খবর পায় মতি মোল্লা একটি গাঁজার চালানসহ উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো: মাজহারুল ইসলাম ও এসআই হাসিনা আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মুল্য ৪ লাখ টাকা।
এ বিষয়ে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি মতি মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
১০ কেজি গাঁজাসহ সিংগাইরে মাদক কারবারি গ্রেফতার
🕙 প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫ । ৭:৩৩ পূর্বাহ্ণ

