নিজস্ব প্রতিবেদক : বায়েজিদ খান পন্নী প্রতিষ্ঠিত বিপথগামী ও উগ্র সংগঠন হেজবুত তাওহীদের যাবতীয় কার্যক্রম বন্ধ এবং অনতিবিলম্বে নিষিদ্ধ করার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে সর্বস্তরের উলামা ও তৌহিদী জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে।
সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে জেলা ইমাম সমিতির সভাপতি জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মজিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ওমর ফারুক ও রমজান মাহমুদ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, হেজবুত তাওহীদ ইসলামের মৌলিক চেতনাকে বিকৃত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা দাবি করেন, এই সংগঠনের কার্যক্রম বন্ধ করে দেশের শান্তি এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, উগ্রবাদী চিন্তাধারা এবং ধর্মের নামে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।