হরিরামপুর নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

Spread the love

মাহিদুল ইসলাম মাহি

স্ট্যান্ড ফর এনআইডি, সেভ এনআইডি-প্রোটেক্ট ভোটার লিস্ট-এনসিওর ডেমোক্রেসি’ প্রতিপাদ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশের মতো মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় পরিচয় পত্র পরিষেবা নির্বাচন কমিশন হতে নতুন কমিশনে স্থানান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা নির্বাচন অফিস  প্রাঙ্গণে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।  

হরিরামপুর  উপজেলা নির্বাচন অফিসার হাফিজা খাতুনের নেতৃত্বে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা

আব্দুল্লাহ আবু তালহাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।  

কর্মকর্তা-কর্মচারীরা জানান, এ কর্মসূচি প্রাথমিকভাবে পালন হলেও দাবি আদায় না হলে এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

Scroll to Top