আবিদ হাসান
মানিকগঞ্জ জেলা বিএনপির সদ্য আহবায়ক আফরোজা খানম রিতার হরিরামপুরের চরাঞ্চলে আগমন উপলক্ষে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে, উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়।
আগামী ১১ ফেব্রয়ারি, মঙ্গলবার, উপজেলার নটাখোলা বাজারের পাশে আফরোজা খানম রিতা উচ্চ বিদ্যালয়ে দুপুরে প্রস্ততিসভায় দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা উপস্থাপন, বিএনপি নেতৃবৃন্দের পরিচয়পর্ব, ভবিশ্যৎ রাজনৈতিক কর্মকান্ড, চরাঞ্চলের বিভিন্ন জীব বৈচিত্র নিয়ে আলোচনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের পুরস্কার বিতরণ, পদ্মা ভাঙ্গনকবলিত চরাঞ্চল এলাকা পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।
জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল বাতেন, উপজেলা বিএনপি সভাপতি হান্নান মৃধা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু, আঃ হক, ফিরোজ, যুবদল নেতা, আলম মিয়া, আলমাস মিয়া, আব্দুর রাজ্জাক, শাকিল মোল্লা, ফরিদ হোসেনসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।